ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৪ ধাপ উন্নতি


৫ এপ্রিল ২০১৯ ০৩:১৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:১০

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন নেই। তবে আশাব্যঞ্জক উন্নতি হয়েছে বাংলাদেশের। চার ধাপ উন্নতি নিয়ে তাদের অবস্থান এখন ১৮৮তম।

নতুন কোচ জেমি ডের অধীনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে সেটারই ফল পাওয়া গেল। ৯ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯০৯।

র‍্যাঙ্কিংয়ে নিজ নিজ জায়গা ধরে রেখেছে শীর্ষ তিন দল। ১৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ আছে বেলজিয়াম। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয়স্থানে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পয়েন্ট ১৬৭৬।

এক ধাপ উন্নতি নিয়ে চতুর্থস্থানে আছে ইংল্যান্ড, রেটিং পয়েন্ট ১৬৪৭। এক ধাপ অবনমনে ১৬২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

একধাপ অবনমন হয়েছে উরুগুয়ের; তাদের রেটিং পয়েন্ট ১৬১৩। এক ধাপ অবনমন নিয়ে সপ্তমস্থানে আছে পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোদের পয়েন্ট ১৬০৯।

অষ্টমস্থানে আছে সুইজারল্যান্ড। নবম ও দশমস্থানে যথাক্রমে স্পেন ও ডেনমার্ক। একাদশ স্থানে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা; তাদের রেটিং পয়েন্ট ১৫৮০।